ইন্টারনেট সেবাদাতা ৪৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিটিআরসি

ইসলাম টাইমস ডেস্ক: মেয়াদোত্তীর্ণ হলেও দীর্ঘ সময় ধরে নবায়ন না করায় দেশের ৪৮টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আজ সোমবার (২২ জুলাই) বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া আইএসপিগুলো কোনও ধরনের ইন্টারনেট সেবা দিতে পারবে না বলেও জানানো হয়েছে এবং তাদের যে কোনও ধরনের কাজকে অবৈধ বলে বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, ৫ বছর মেয়াদি এসব লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে পরবর্তী মেয়াদের জন্য লাইসেন্স নবায়নের আবেদন করার নিয়ম রয়েছে।

এদিকে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে বিটিআরসির পাওনা সব ধরনের বকেয়া পরিশোধের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে টেলিযোগাযোগ আইন অনুসারে আইএসপিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদগণপিটুনি দিয়ে হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে: আইনমন্ত্রী
পরবর্তি সংবাদব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার তদন্ত করবে ভাষানটেক থানা