ভারতের পুনেতে গাড়ি-ট্রাক সংঘর্ষে ৯ শিক্ষার্থীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরের নিকটবর্তী মহাসড়কে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৯ জন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১টা ৩০ মিনিটে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম ‘এনডিটিভি’।

প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের রাইগড় শহর থেকে একটি গাড়িতে করে সেই নয় শিক্ষার্থী পুনে শহরের দিকে যাচ্ছিল। যাত্রার মাঝ পথে পুনে-সোলারপুর সড়কের ২০ কিলোমিটার দূরে এসে আচমকা গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা নয় শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতদের সকলেই পুনের যাবাত গ্রামের বাসিন্দা এবং তাদের সকলের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।

লোনি কালভোর থানার একজন মুখপাত্র বলেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িতে থাকা সেই নয় শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। তাছাড়া গুরুতর আহত চালককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ সদস্যরা এরই মধ্যে তদন্তে মাঠে নেমেছে।’

পূর্ববর্তি সংবাদদেশ্রদ্রোহী প্রিয়া সাহাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না: ফয়জুল করীম
পরবর্তি সংবাদইসকনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালেন মাওলানা মামুনুল হক