এবার ভারতের তাজমহলে পূজা চালু করার হুমকি দিল শিবসেনা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় উগ্রপন্থী শিবসেনার পক্ষ থেকে তাজ মহলে পূজা শুরু করার হুমকি দেয়া হয়েছে। একে কেন্দ্র করে ভারতের পূরাতত্ত্ব বিভাগ আগ্রায় নিরাপত্তা জোরদার করতে সরকারকে চিঠি দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক জং।

মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, যে কোনো সংরক্ষিত প্রাচীন নিদর্শনগুলোতে ধর্মীয় কার্যাবলি পূরাতত্ত্ব আইন ১৯৫৮-এর বিরোধী।

পূরাতত্ত্ব বিভাগের প্রধান জানিয়েছেন, ভারতের তাজমহলে কখনো পূজা করা হয়নি। আমরা সরকারের নিকট তাজমহলের বাইরে নিরাপত্তা বাড়ানোর জন্যে আবেদন জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করুন: পুলিশ দপ্তর
পরবর্তি সংবাদঅবশেষে আইনজীবী নিয়োগ করতে পেরেছে মিন্নির পরিবার