ভারতে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিহার রাজ্যে শুক্রবার সকালে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী৷ গত চার বছরে গরু বিষয়ক সহিংসতায় দেশটিতে অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷

পুলিশ কর্মকর্তা হরকিশোর রায় বলছেন, নিহত ৩ ব্যক্তি যখন ট্রাকে একটি বাছুর ও একটি মহিষ তুলছিলেন তখন কয়েকজন গ্রামবাসী ঘুম থেকে জেগে তাদের ধরে ফেলেন৷ এরপর তাদের পিটিয়ে মেরে ফেলা হয়৷

জানিয়েছে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে নিহত এসব ব্যক্তিদের মধ্যে একজন মুসলমান৷ হত্যার অভিযোগে পুলিশ পিঠাওরি গ্রামের তিনজনকে গেফতার করেছে৷ এছাড়া আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা লোকেশ মিশ্র৷

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু জবাইকারী সন্দেহে মুসলমান ও দলিতদের উপর হামলার সংখ্যা বেড়েছে৷ যেসব রাজ্যে এসব ঘটনা বেশি ঘটেছে তার মধ্যে বিহার একটি৷ এমন ঘটনা প্রতিহত করতে না পারায় রাজ্য সরকারের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস৷ হিউম্যান রাইটস ওয়াচে বরাত দিয়ে খবরে জানানো হয়, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরু বিষয়ক সহিংসতায় অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷

সূত্র: রয়টার্স, এএফপি, ডয়চে ভেল।

পূর্ববর্তি সংবাদপ্রিয়া সাহার অভিযোগের তীব্র নিন্দা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদআফগানিস্তানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিস্ফোরণে নিহত ৬