বন্যার পানিতে জানাজা, ভাগ্যে জোটেনি দাফন

ইসলাম টাইমস ডেস্ক: দেশের নদ-নদীগুলোতে পানি বেড়েই চলেছে। নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ দিকে পানিতে মৃত্যু ও পানিতেই জানাজা হলো জামালপুরে এক বৃদ্ধের।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে মজিবর রহমান (৭০) নামে পানিবন্দি এক বৃদ্ধ সাপের কামড়ে মারা যান। তার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি পশ্চিমপাড়া গ্রামে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে পানিবন্দি মজিবরকে সাপে কামড় দেয়। উদ্ধার করে চিকিৎসা দেওয়ার চেষ্টার সময় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) সকালে বাড়ির আঙিনায় হাঁটু পানিতে বৃদ্ধের জানাজা অনুষ্ঠিত হয়। আশপাশে সব এলাকায় বন্যার পানি থাকায় তাকে কবরে দাফন করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে জানাজা শেষে কলার ভেলায় মজিবরের লাশ বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হয়।

উপজেলার চর আম খাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদউগ্রপন্থি সংগঠন ‘ইসকন’ এর সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: মুফতী ফয়জুল করীম
পরবর্তি সংবাদকাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে