চট্টগ্রামে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে প্রায় ৩০টি স্কুলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তাদের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী “ফুড় ফর লাইফ” কর্মসূচির আড়ালে মুসলিম কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ‘হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠের মাধ্যমে প্রসাদ খাদ্য গ্রহণ করতে বাধ্য করার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার জুমার পরে চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মু. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শাখা সভাপতি রিদওয়ানুল হক শামসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুল ইসলাম রিয়াদ বলেন, ‘আমরা সম্প্রীতির কথা বলি। কিন্তু পাশ্চাত্যের মদদে লালিত-পালিত এ ইসকন এদেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তারা মুসলিম শিশুদের মুখে দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ খাইয়ে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ধ্বনিত করে চরম ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইতোপূর্বেও এ সংগঠন বিভিন্ন কুকীর্তির মাধ্যমে বারবার সমালোচিত হয়েছে। আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাই।

পূর্ববর্তি সংবাদরাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন
পরবর্তি সংবাদশুক্রবার বিকেলে মিন্নি হঠাৎ আদালতে: রিফাত হত্যার স্বীকারোক্তি দিলেন