হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি: বরগুনা পুলিশ সুপার

ইসলাম টাইমস ডেস্ক: বরগুনায়  রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডটি কোনো মাদকের কারণে ঘটেনি। ঘটেছে ব্যক্তিগত জিঘাংসার কারণে। মাদক বা অন্য কোনো ইস্যুর কথা উঠলে মামলাটির ফোকাস ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। এ মামলায় বাদী যাদের হত্যাকারী দাবি করেছেন, আমরা তাদের প্রায় সবাইকেই ধরেছি এবং কাউকেই ছাড় দিচ্ছি না। এ পর্যন্ত আমরা এজাহারভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছি। মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ও দু-একটি গণমাধ্যম বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করছে, অভিযোগ করে এসপি মারুফ হোসেন বলেন, এটা কোনোভাবেই কাম্য নয়। সবার নিরপেক্ষ তথ্য প্রকাশ করা উচিত।

 

 

পূর্ববর্তি সংবাদইসকনের প্রসাদ বিতরণ এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদনামাজরত মুসলিমদের ওপর ইসরাইলের হামলা (ভিডিও)