নামাজরত মুসলিমদের ওপর ইসরাইলের হামলা (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে নামাজরত মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার একটি দৃশ্য ভাইরাল হয়েছে।

বুধবার নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটি তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক তাদের ওয়েব পোর্টালে দেয়। তবে ফিলিস্তিনের কোন এলাকায় এমন ঘটনা ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাবাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। এ সময় এক ব্যক্তি গ্যাসের সেলটি লাথি মেরে ফেলে দেয়। এরপর আবার তারা গ্যাস সেল নিক্ষেপ করে। এতে তীব্র ধোয়ায় মুসল্লিরা নামাজ ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে কয়েকজন নামাজ পড়লেও ইমামসহ বাকিরা নামাজ ছাড়তে বাধ্য হন।

এ সময় একজনকে গ্যাসের ধোয়ার কারণে মাটিতে গড়াগড়ি খেতে দেখা যায়। ইসরাইলি বাহিনীর এমন তাণ্ডব নেই দুনিয়ায় ভাইরাল হয়।

পূর্ববর্তি সংবাদহত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি: বরগুনা পুলিশ সুপার
পরবর্তি সংবাদখনন করতেই মিলল ১২০০ বছরের প্রচীন মসজিদ