ট্রাম্পের কাছে পাকিস্তানের এক কাদিয়ানি নেতার অভিযোগ দায়ের

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাকিস্তানের এক কাদিয়ানি নেতার অভিযোগ দায়েরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের বিশিষ্ট আলেম সাইয়েদ আদনান কাকাখেলসহ বহু মানুষ আজ তাদের ফেসবুক পেইজে এই ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, ডজন খানেক নারী-পুরুষের ভিড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলের পাশে দাঁড়িয়ে পশমি টুপি পরা এক লোক উর্দু ভাষায় বলছে, সে পাকিস্তানের আহমাদিয়া মুসলিম জামাতের একজন সদস্য। আমেরিকায় নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে পারলেও পাকিস্তানে তারা সেটা পারে না।

১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওই কাদিয়ানি নেতাকে দেখা যায়, তাদের ওপর নির্যাতনের নানা রকম বর্ণনা দিচ্ছেন। আরেকজন ইংরেজিতে তা অনুবাদ করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্তির সাথে তার কথ শুনছেন। শেষমুহুর্তে হাত দিয়ে তাকে কথা শেষ করতে ইশারা করছেন।

ভিডিওটি ফেসবুকে যারা শেয়ার করেছেন তাদের বেশিরভাগই কাদিয়ানি সম্প্রদায়ের দৌরাত্ম ও তাদের নির্লজ্জতার মাত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।

পূর্ববর্তি সংবাদতুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১৭
পরবর্তি সংবাদইসকনের প্রসাদ খাইয়ে স্কুলে ‘হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠ করানো চরম অন্যায় কাজ: হাইকোর্ট