কুরআন হাতে ‘কুরআন বিরোধী’ গানের ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি জামাত সমর্থিত এক শিল্পীর কুরআন হাতে ইসলাম বিরোধী গানের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে  সামাজিক যোগযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জামায়াত সমর্থিত জনৈক শিল্পি কুরআন হাতে নিয়ে একটি গজল পরিবেশন করছেন, যাতে তিনি বলছেন, কুরআন  না বুঝে পড়লে কোনো নেকি হয় না বরং শয়তানের পরান জুড়ায়।

খোঁজ নিয়ে দেখা গেছে, এ গজলটি পরিবেশন করার পেছনে রয়েছে কুরআন রিসার্চ ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি প্রতিষ্ঠান, যারা ‘যুগের জ্ঞানের আলোকে কুরআন অনুবাদ’ নামে একটি অনুবাদ প্রকাশ করেছে। এবং সেটিরই প্রচারের জন্য এহেন জঘন্য পন্থা বেছে নিয়েছে।

কিউআরএফ নামের এ ফাউন্ডেশন আরও অনেক বিতর্কিত বই প্রকাশ করেও জনসাধারণকে ধোঁকা দিচ্ছে বলে জানা গেছে।

এ ধরণের এডের জন্যে অত্র ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলকে জনগণের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জোর দাবি উঠেছে সামাজিক মাধ্যমে।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে মুসলিম শিশুদের মাঝে ‘কৃষ্ণ প্রসাদ’ বিতরণ (ভিডিও), হেফাজতের তীব্র নিন্দা
পরবর্তি সংবাদমুসলিম শিশুদের মাঝে ‘কৃষ্ণ প্রসাদ’ বিতরণ চরম ধৃষ্টতার শামিল: আল্লামা বাবুনগরী