শিল্প কারখানা স্থাপনের জন্য কৃষি জমি নষ্ট করতে দেওয়া হবে না: শিল্পমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শহর-নগরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানা সরিয়ে দেওয়া হবে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, শিল্প বিনিয়োগের জন্য বা স্থাপনের জন্য কোনো কৃষি জমি নষ্ট করতে দেওয়া হবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, কৃষিজমি বা যত্রতত্রভাবে শিল্প কারখানা করা যাবে না, বিষয়টি আমাদের আইনেই আছে। আমাদের বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্প নগর আছে। সেখানে বস্ত্র-মিলসহ অনেক শিল্প কারখানা রয়েছে। তবে কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কারখানা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা শিল্প এলাকাগুলো পরিকল্পিতভাবেই করছি। কৃষিজমিতে কোনো শিল্প এলাকা হচ্ছে না। আপনারা জানেন আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই পরিকল্পিতভাবে শিল্পে পার্ক করছি। এসব পরিকল্পিত শিল্প এলাকাগুলো অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে।

 

পূর্ববর্তি সংবাদছয় মাসে ৪৪৬ শিশুসহ ২৭৫৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল
পরবর্তি সংবাদনৌকা ডুবে কুড়িগ্রামের উলিপুরে ৪ শিশু ও ১ নারীর মৃত্যু