রামপুরায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর রামপুরায় একটি ভবনে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে রামপুরার পলাশবাগ মোড়ের একটি ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে অভিযান চালায় ।

পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ লাখ জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জাম এবং মূল কারিগর ও ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের বিভাগীয় কমিশনার মশিউর রহমান জানান, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ভারত থেকে পোশাক ও কোরবানির গরু আমদানির ব্যবসাকে সামনে রেখেই চক্রটি জাল রুপি তৈরি করে বিভিন্ন সীমান্তে পাচারের পরিকল্পনা করছিল। এরই মধ্যে প্রায় ১০ লাখ ভারতীয় জাল রুপি বাজারে ছেড়েছে। আর তাদের কাছ থেকে যে পরিমাণ জাল নোট তৈরির কাগজ উদ্ধার করা হয়েছে, তা দিয়ে অন্তত দুই কোটি জাল রুপি ছাপানো সম্ভব। জাল নোট তৈরির এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযানের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, এই কারিগররা এর আগেও ঈদকে কেন্দ্র করে জাল টাকা বানিয়েছে এবং একই অপরাধে কারাভোগও করেছে।

 

 

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১
পরবর্তি সংবাদশায়খুল হিন্দের স্মৃতির মাল্টা থেকে ফিরে যা বললেন আল্লামা তাকি উসমানি (অডিও)