ভারতের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: নিজেদের আকাশসীমা ব্যবহারে ভারতের উড়োজাহাজগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান বেসামরিক বিমান কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এক নোটিশে দেশটির আকাশসীমার সব রুট ভারতের উড়োজাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছে। খবর এনডিটিভির।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত বালাকোটে হামলা করার পর থেকে পাকিস্তান ভারতের উড়োজাহাজগুলোর জন্য দুটি বাদে  নিজেদের সব আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছিল।

আজ এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, সকালে সব ধরনের ভারতীয় ফ্লাইট চলাচলের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। এটা এয়ার ইন্ডিয়ার জন্য বেশ স্বস্তিদায়ক খবর বলে মনে করা হচ্ছে। কারণ, পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ হওয়ায় বিকল্প আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছিল এয়ার ইন্ডিয়াকে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর ১২টা ৪১ মিনিটের দিকে পাকিস্তান এক নোটিশে ভারতের সব উড়োজাহাজকে তাদের আকাশসীমা পূর্ণ ব্যবহার করার অনুমতি দিয়েছে। ভারতের এয়ারলাইন অপারেটররা খুব শিগগির পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে স্বাভাবিক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

 

পূর্ববর্তি সংবাদবন্যায় তাবলিগের ১০ জন সাথীসহ আজাদ কাশ্মীরে নিহত ২২
পরবর্তি সংবাদঅবশেষে রংপুরেই দাফন করা হলো সাবেক রাষ্ট্রপতি এরশাদকে