পাঁচ শতাধিক কারেন্ট জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে দেওয়া হয় অবৈধ জাল।

ইসলাম টাইমস ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল ( ৫শ ৫০টি) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব অবৈধ জাল পুড়িয়ে দেওয়া হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেনের নেতৃত্বে উপজেলার চাঁচকৈড় হাটে এ অভিযান চালানো হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেনের নেতৃত্বে উপজেলার চাঁচকৈড় হাটে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা জাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১১ বস্তা কারেন্ট জাল ( ৫শ ৫০টি) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদরংপুরের পল্লীনিবাসেই হবে এরশাদের সমাধি
পরবর্তি সংবাদইসরায়েলি বর্বরতা: ফিলিস্তিনি শিশুকে গাড়ির চাকায় পিষে হত্যা