এ বছর সরকারি খরচে হজ্বে যাচ্ছেন ৫৫ জন আলেমসহ ৩০৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: এ বছর সরকারি খরচে হজ্বে যাচ্ছেন ৫৫ জন আলেমসহ ৩০৮ জন। রাষ্ট্রীয় খরচে হজ্ব পালনের জন্য ১৫০ জনের তালিকা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছ থেকে ৪০-৫০ জনের তালিকা আসে। বাকিদের নাম বিভিন্ন মন্ত্রণালয় থেকে তালিকা করা হয়।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ সদস্যের প্রত্যেকের সুপারিশে ৫ জন করে মোট ৪৫ জন এবার সরকারি খরচে হজ্ব করতে যাচ্ছেন সৌদি আরব। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় বিষয়টি অবহিত করেছে।

গত ১০ জুনের বৈঠকে কমিটির সদস্যদের ৫ জন করে প্রতিনিধিকে সরকারি খরচে হজ্বে পাঠানোর সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, বৈঠকে কমিটির সভাপতি রুহুল আমিন মাদানী বলেছিলেন, স্থায়ী কমিটির সদস্য হওয়ায় সরকারি খরচে হজ্বে নেওয়ার জন্য তাদের ওপর জনগণের চাপ বেশি।

মঙ্গলবার কমিটির বৈঠক শেষে রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটির সদস্যরা তাদের প্রতিনিধি হিসেবে ৫ জন করে সরকারি খরচে হজ্বে পাঠানোর জন্য সুপারিশ করেছিল। মন্ত্রণালয় এটি চূড়ান্ত করেছে এবং বৈঠকে তা জানিয়েছে।

 

পূর্ববর্তি সংবাদমুসলিম নারীকে আশ্রয় দিয়ে গ্রামবাসীর রোষানলে মুর্শিদাবাদের পুরোহিত পরিবার
পরবর্তি সংবাদধর্ষণের অভিযোগে জাপা নেতা প্রকাশক লোটনের বিরুদ্ধে মামলা করেন নারী লেখক