ধানমন্ডিতে পাঁচ শতাধিক কলেজ শিক্ষার্থীর মোবাইল ফোন ভাঙলেন শিক্ষকরা

ইসলাম টাইমস ডেস্ক: নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করার কারণে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে।

গত শনিবার (১৩ জুলাই) কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের নেতৃত্বে প্রথমে তল্লাশি করে মোবাইলগুলো জব্দ করে তারপর ভেঙে পুড়িয়ে ফেলা হয়।

অধ্যক্ষ জসিম উদ্দিন জানান, কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা দেয়ার পরও তারা একাধিকবার তা লঙ্ঘন করেছে। গত সপ্তাহেও এ বিষয়ে সতর্ক করা হয়। তারপরও তারা ফোন নিয়ে আসে।

তিনি বলেন, ‘ক্লাস চলাকালীন ফোন বেজে উঠলে শিক্ষকদের অসুবিধা হয়। এ ছাড়া অনেকে ক্লাসে বসেই ফোনে কথা বলে। এতে ক্লাসে শিক্ষকদের পড়াতে সমস্যা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ আর কেউ না করে, সেজন্য মোবাইল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।’

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, ফোন পুড়িয়ে ফেলার সময় বাধা দিতে গেলে তাদের প্রহারও করা হয়।

পূর্ববর্তি সংবাদঅবৈধভাবে ৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল
পরবর্তি সংবাদসিলেট দরগা মাদরাসা: ইলম ও ঐতিহ্যের অনন্য পিঠস্থান