অবৈধভাবে ৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

ফিলিস্তিনি এক নাগরিককে আটক করছে ইসরায়েল বাহিনী।

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে নয় জন ফিলিস্তিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সোমবার ( ১৫ জুলাই) এক সামরিক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ‘আনাদলু এজেন্সি’ এই তথ্য প্রকাশ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তবে কি ধরণের সন্ত্রাসী কার্যক্রমের সাথে আটককৃতরা সংশ্লিষ্ট ছিল সে সম্পর্কে কিছু জানায়নি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

সন্দেহভাজন আসামীদের গ্রেফতারের কথা বলে প্রায় সময় ফিলিস্তিনের পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে আটক অভিযান পরিচালনা করে ইসরায়েল। এক হিসেবে দেখা গেছে, সন্ত্রাসী গ্রেফতারের অভিযোগে এখন পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ৫৭০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এই আটকের ভয়ে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

পূর্ববর্তি সংবাদহিজবুল্লাহসহ লেবাননকে গুড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি নেতানিয়াহুর
পরবর্তি সংবাদধানমন্ডিতে পাঁচ শতাধিক কলেজ শিক্ষার্থীর মোবাইল ফোন ভাঙলেন শিক্ষকরা