বিনিয়োগ, কূটনীতি ও সাংস্কৃতিক বিষয়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তি সম্পাদন

ইসলাম টাইমস ডেস্ক: ব্যবসা-বিনিয়োগ, কূটনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে।

আজ রোববার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে চুক্তিগুলোতে সই হয়। স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

চুক্তিগুলো হলো কোরিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সংক্রান্ত বিষয়ে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কোরীয় ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর।

 

পূর্ববর্তি সংবাদশতোর্ধ বয়সী মাওলানা জালালুদ্দীন জালালী : বহু আকাবিরের স্নেহধন্য কালের সাক্ষী
পরবর্তি সংবাদহিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় কলকাতার মুসলিমরা রাজপথে