কাল অনুষ্ঠিত হবে ইউকে জমিয়তের শতবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে (শাখা) শতবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সী হলে আগামীকাল (১৫ জুলাই) সোমবার বিকাল ৫ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

লন্ডন জমিয়তের সদস্য সৈয়দ নাইম আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জমিয়তে উলামায়ের হিন্দের প্রেসিডেন্ট মাওলানা সৈয়দ আরশাদ মাদানী,  বাংলাদেশ জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী,  জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ মাহমূদ মাদানী ও সাউথ আফ্রিকা জমিয়তের সেক্রেটারী মুফতি ইব্রাহীম বামসহ আগামীকালের সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের আন্তর্জাতিক পর্যায়ের অন্য নেতৃবৃন্দের অংশ গ্রহণের কথা রয়েছে।

লন্ডনে শতবার্ষিক আন্তর্জাতিক সম্মেলনকে সর্বাত্মক সফল করে তোলার জন্য লন্ডন জমিয়ত গত ৯ জুলাই লন্ডন বাংলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য প্রদান করেন ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ এবং লিখিত বক্তব্য পাঠ করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।

সম্মেলনকে কেন্দ্র করে ইউকে জমিয়ত একটি স্মারক প্রকাশের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছে গেছেন।

 

পূর্ববর্তি সংবাদমুসলিম অটো চালকের ওপর বিজেপি নেতার হামলা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর ট্রেনে হামলা: সাজাপ্রাপ্ত ৮ জনের আত্মসমর্পণ