এরশাদের চার জানাজা, মঙ্গলবার সামরিক কবরস্থানে দাফন

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চারটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তার প্রথম নামাজে জানাজা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

অবশিষ্ট তিন জানাজা শেষে মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তবে রবিবার বিকালে বানানী কার্যালয়ের সামনে সামরিক কবরস্থানে এরশাদকে দাফনের সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে উন্মুক্ত স্থানে কবর দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদেরকে শান্ত থাকার অনুরোধ জানান রাঙ্গা।

মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘পার্টি চেয়ারম্যান এরশাদের দাফন কোথায় হবে তা এখনও চূড়ান্ত নয়। আগামী মঙ্গলবার (১৬ জুলাই) দলের উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পূর্ববর্তি সংবাদতাবলীগ জামাতের হাল: সবাই নিজের ইসলাহের চেষ্টা করি এবং কাজে নিমগ্ন হয়ে যাই
পরবর্তি সংবাদমামলাকে ভিন্ন খাতে ফেরাতে শ্বশুরকে চাপ দিয়ে বানোয়াট কথা বলানো হচ্ছে: মিন্নি