আসামে বন্যা পরিস্থিতির অবনতি, ৬ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: টানা বৃষ্টি ও বন্যার পানিতে আসামের ৩৩ জেলার মধ্যে ২১টি বন্যায় ক্ষতিগ্রস্ত। পানি ঢুকেছে ৭০০ গ্রামে। প্রায় ৯ লাখ মানুষ বন্যা কবলিত। উদ্ধারে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৬ জনের।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর, ধেমাজি, বিশ্বনাথ, সেনাতপুর, ডারনিং, বরপেটা, চিরাং, নলবাড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, মোরিগাঁও, হোজাই জেলার।

ব্রহ্মপুত্রের পানি ক্রমশ বাড়ছে, কয়েকদিন ধরেই গুয়াহাটিতে তা বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ এখনই নেই বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু দিন আসাম, মেঘালয় ও অরুণাচলপ্রদেশে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।

বন্যার মোকাবিলায় ইতোমধ্যে NDRF-এর পক্ষ থেকে খোলা হয়েছে ১৩টি ত্রাণ শিবির। খোলা হয়েছে ১০টি গ্রাণ বিতরণ কেন্দ্র।

এদিকে, উত্তরবঙ্গের সঙ্গে আসামের যোগাযোগ ব্যবস্থা জায়গায় জায়গায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফলে আসামের বহু জায়গায় আটকে রয়েছেন বহু পর্যটক। কাজিরাঙ্গা অভয়ারণ্য থেকে পালাচ্ছে বন্য প্রাণীরা।

সূত্র: এই সময়।

পূর্ববর্তি সংবাদকাপ্তাইয়ে চলন্ত সিএনজির ওপর ধসে পড়ল পাহাড়
পরবর্তি সংবাদদ্বিতীয়বারের পরীক্ষাতেও দুধে অ্যান্টিবায়োটিক