সরকারি সফরে কাল ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শনিবার তিনদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। লি‘র এ সফরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সঙ্গে সিউলের কূটনৈতিক বৈচিত্র্য কৌশলের অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণের লক্ষ্যে লি এই সফর করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কাল বিকাল ৫টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে অভ্যর্থনা জানাবেন। সফরকালে লি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় অবস্থানরত কোরিয়ান কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ১৪ জুলাই সকালে সাভারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।ওইদিন বিকেল সোয়া ৪টায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

পূর্ববর্তি সংবাদপানি সরবরাহ ও স্যানিটেশনের উন্নয়নে বাংলাদেশকে ১শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
পরবর্তি সংবাদজায়রাকে নিয়ে তসলিমার ভাবনা: এক মুসলিম বোনের অভিব্যক্তি