ঢাকা মহানগরী জমিয়তের কাউন্সিলে ৩ বছরের জন্য নতুন কমিটি ও ৭ দফা প্রস্তাব অনুমোদন

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগরী শাখার কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন ও ৭ দফা প্রস্তাব পাশ করা হয়। কাউন্সিলে আগামী ৩ বছর মেয়াদের জন্য মাওরানা মনজুরুল ইসলাম আফেন্দীকে সভাপতি ও মাওলানা মতিউর রহমান গাজীপুরীকে সাধারণ সম্পাদক, মাওলানা মুফতী নূর মুহাম্মদ কাসেমীকে সাংগঠনিক সম্পাদক, মুফতী ইমরানুল বারী সিরাজীকে প্রচার সম্পাদক, মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিমকে যুব বিষয়ক সম্পাদক ও মুহাম্মদুল্লাহ কাসেমীকে করে ১১২ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।

গতকাল জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন – ডারউইনের বিবর্তনবাদ প্রকৃত অর্থে একটি কুফরী মতবাদ। বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে, মানুষের কোন সৃষ্টিকর্তা নেই, এ জাতীয় মতবাদ বিশ্বাস করলে কারো ঈমান থাকবে না। বাংলাদেশের মত একটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে নবম – দশম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত পাঠ্যপুস্তকে এ রকম কুফরী মতবাদের জায়গা কিভাবে হলো তা খুবই দুশ্চিন্তার বিষয়। মূলতঃ পাঠ্যপুস্তকে ডারউইনের এই কুফরী মতবাদকে অর্ন্তভূক্ত করে মুসলিম শিক্ষার্থীদেরকে নাস্তিক্যবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতী মনির হোসাইন কাসেমী, সহ সাধারন সম্পাদক মাওলানা ছানাউল্লাহ মাহমূদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজল হোসাইন রাহমানী, মুফতী নাসির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জযনুল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আবদুর গফফার ছয়ঘরী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল ও ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা এখলাসুর রহমান রিয়াদসহ মহানগরীর দায়িত্বশীল ও বিভিন্ন থানা থেকে আগত কাউন্সিলরগণ।

কাউন্সিলে গৃহীত ৭ দফা প্রস্তাব:
১৷ ভারতের সম্প্রতি জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের উপরে যে বর্বরোচিত হামলা চলছে আজকের এই কাউন্সিল তার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকারকে ভারতীয় এই উগ্রতার জোর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে ৷

২৷ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করার পেছনে যাদের হাত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিবর্তনবাদের মত কুফরী মতবাদকে পাঠ্যপুস্তক থেকে প্রত্যাহার করতে হবে৷

৩৷ সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের যে ভয়াবহ চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তাতে দেশবাসী চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত৷ অবিলম্বে সরকারকে এই উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করে নারী সমাজের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷

৪৷ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদেরকে নাগরিকত্ব প্রদান করে পূর্ণ নিরাপত্তার সাথে স্বদেশে ফিরে যাওয়ার ক্ষেত্র তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আজকের কাউন্সিল জোর দাবি জানাচ্ছে৷

৫৷ মাদকের বিষাক্ত ছোবল থেকে দেশের যুবসমাজকে রক্ষার জন্য সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নিতে হবে

৬৷ আইনশৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে জনগণের জান-মাল ইজ্জত-আবরুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে

৭। শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

পূর্ববর্তি সংবাদইসলামী পর্যটনে ওআইসিভুক্ত দেশগুলোকে প্রধানমন্ত্রীর বিনিয়োগের আহ্বান
পরবর্তি সংবাদআরজাবাদের মুফতি তাজুল ইসলাম: ক্ষণজন্মা একজন নিভৃতচারী আলেম