ট্রাম্প একসঙ্গে কাজ করবেন না, তাই পদত্যাগ করলেন ট্রাম্পকে “অযোগ্য” বলা রাষ্ট্রদূত

ইসলাম টাইমস ডেস্ক:  ওয়াশিংটনে ব্রিটেনের রাষ্ট্রদূত কিম ডারোচ বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “অযোগ্য” বলে লন্ডনে পাঠানো গোপন বার্তা ফাঁস হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প তার সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দেয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিলেন।

এর আগে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন আর ডারোচের সাথে কোন ধরনের কাজ করবে না।

ডারোচ লিখেছেন, “এই দূতাবাসের অফিসিয়াল নথিগুলি ফাঁস হওয়ার পর থেকে আমার অবস্থান এবং আমার অবশিষ্ট সময়কালে রাষ্ট্রদূত হিসাবে কাজ করা নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা-কল্পনা করা হয়েছে।”

তিনি বলেন, “আমি এই আলোচনা শেষ করতে চাই। বর্তমান পরিস্থিতি আমার ইচ্ছা অনুযায়ী যুক্তরাষ্ট্রে দূত হিসেবে আমার ভূমিকা পালন করা অসম্ভব”।

ডারোচ বলেন, “আমি বর্তমান পরিস্থিতিতে বিশ্বাস করি যে, নতুন রাষ্ট্রদূত নিয়োগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত।”

পূর্ববর্তি সংবাদএখনও চলছে উদ্ধার কাজ, রাজশাহীতে রেল চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়াবে
পরবর্তি সংবাদঈদুল আযহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই