চাপের কারণে বাংলাদেশের সাংবাদিকরা খবর ধামাচাপা দেয়: ব্রিটিশ হাইকমিশনার

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশের সাংবাদিকরা চাপের কারণে অনেক সংবাদ প্রকাশ করে না। চাপের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিবেদন ধামাচাপা দেয়।

সম্প্রতি ঢাকায় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে ব্রিটিশ হাইকমিশনার এ মন্তব্য করেন।

এদিকে লন্ডনে বিবিসি সদর দপ্তরে গিয়ে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন,  ‘যুক্তরাজ্যের চাইতে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন’।

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব এবং সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয়ার পক্ষে সমর্থন যোগাতে লন্ডনে বুধবার শুরু হচ্ছে দু’দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন।

ব্রিটেন ও ক্যানাডা যৌথভাবে এই সম্মেলনের আয়োজক।

এই সম্মেলনের ঠিক আগ মুহূর্তে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার পরস্পর বিপরীতমুখি কথা বলছেন।

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের সাংবাদিক মুরিদ আব্বাসকে গুলি করে হত্যা
পরবর্তি সংবাদতেলবাহী ট্রেন লাইনচ্যুত : রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ