গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের সামনে যায় তারা। বিক্ষোভ মিছিলে ড. কামাল হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি।

বিক্ষোভ মিছিল শেষে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, গ্যাসের দাম এবং বিদুতের দাম যারা বাড়িয়েছে আমাদের পকেট থেকে আট হাজার কোটি টাকা তারা নিচ্ছে। তার চেয়ে তারা যদি আট হাজার কোটি টাকার একটু কম চুরি করত তাহলে আমাদেরকে এই টাকা দিতে হতো না। গ্যাসের দাম এবং বিদুতের দাম বাড়তো না। এর দাম বাড়াতে হতে না।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘হাসিনা সরকার অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই অযৌক্তিক দাম বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাসিনামুক্ত বাংলাদেশ হলেই এদেশের জনগণের মুক্ত হবে। হাসিনামুক্ত বাংলাদেশ জনগণ চায়, সেই বাংলাদেশ আমরা চাই।’

পূর্ববর্তি সংবাদএরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে
পরবর্তি সংবাদস্বরাষ্ট্রসচিবসহ ৫ জনকে খালেদা জিয়ার পক্ষে আইনি নোটিশ