অজ্ঞাত নাম্বার থেকে এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদকে অপহরণের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার গুলশান থানায় জিডি করেছেন।

আজ সোমবার বিকেল ৩টার দিকে জিডি (৫৫২ নম্বর) করার বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার।

খালেদ আক্তার বলেন, ‘গত কয়েকদিন ধরে একটি রবি নম্বর থেকে এরিক এরশাদকে ফোন দিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। তবে তারা নিজেদের পরিচয় দেয় না। হঠাৎ কেন এমন হুমকি, তা আমরা জানি না। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি।’

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন খান  বলেন, জিডি হয়েছে, আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।’

পূর্ববর্তি সংবাদএবার হাজী জাহাঙ্গীরের অবৈধ আস্তানায় সিসিক বুলডোজার
পরবর্তি সংবাদপাঠ্যবইয়ে ‘বিবর্তনবাদ’ শিক্ষা ইসলামী বিশ্বাস ও সংবিধান বিরোধী: জমিয়ত