কাবুলের এক মার্কেটে মর্টার হামলায় নিহত ১৪

ইসলাম টাইমস ডেস্ক: তালেবানের মর্টার হামলায় আফগানিস্তানের কাবুলে একটি ব্যস্ত মার্কেটে  ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী।

তবে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছুড়েছিল এবং তা বাজারে এসে পড়েছে।

অপর দিকে আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, গত শুক্রবার ফারিয়াব প্রদেশের ওই মার্কেটটির কাছে সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে তালেবানরা মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

 

পূর্ববর্তি সংবাদযারা কন্যা সন্তানের পিতা তারা নিজের মেয়েকে নিয়ে সতর্ক থাকবেন: সায়মার বাবা
পরবর্তি সংবাদউমরা করতে গেলেই কি হজ্ব ফরয হয়ে যায়?