রাত পোহালেই হরতাল, সতর্ক পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি, ড. কামাল হোসেনের গণফোরাম, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, গণতান্ত্রিক বাম মোর্চা, ন্যাপ ও পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থন পেয়েছে বাম গণতান্ত্রিক জোটের হরতাল।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার (৭ জুলাই) ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অধাবেলা হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

বামজোটের নেতারা জানান, তারা হরতাল সফল করতে লিফলেট বিতরণসহ সব প্রস্তুতি নিয়েছেন। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেওয়া হয়।

দীর্ঘদিন পর দেশে হরতালের মতো কর্মসূচি পালন হচ্ছে বাম জোটের ডাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান বলেন, বাম জোটের এ হরতালে অগ্নিসংযোগ, ভাঙচুর, যেকোনো ধরনের নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে ডিএমপি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

চলতি বছরের ১৮ জুলাই আত্মপ্রকাশ করে বাম গণতান্ত্রিক জোট। জোটের দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খালেকুজ্জামানের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বাসদ (মার্কসবাদী)।

পূর্ববর্তি সংবাদমুসলিম হত্যায় প্রতিবাদকারীদের আটক করছে ভারতীয় পুলিশ
পরবর্তি সংবাদদ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয়: লজ্জা, শঙ্কা ও সতর্কতার বার্তা দেয়