মুসলমানদের আইন বিষয়ে ব্যাপক পড়াশোনা প্রয়োজন: ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: মুসলমানদের আইন বিষয়ে পড়াশোনা প্রয়োজন জানিয়ে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, বিভিন্ন সমস্যা মোকাবেলায় দেশের আইন সম্পর্কে একান্ত জরুরি।

গতকাল শুক্রবার এক সমাবেশে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

ওয়াইসি বলেন, ভারতে মুসলমানদের আইনজীবী প্রয়োজন। নোটারি নয়, এমন আইনজীবী হতে হবে যে সংবিধানকে ভালোভাবে জানবে, সেই সঙ্গে মুসলিম পার্সোনাল বোর্ড সম্পর্কেও জানবে, এবং আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবে।

তিনি বলেন, আমি নিজে আইনজীবী, কিন্তু আমি প্র্যাকটিস করতে পারি না। আমাদের আইনজীবীদের নিয়সিত প্র্যাকটিস করতে হবে। সূত্র: দ্যা ইকিলাব হিন্দি নিউজ

পূর্ববর্তি সংবাদ‘রওযার ছবি তো দিলে ধারণ করবে, ক্যামেরায় নয়’: মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
পরবর্তি সংবাদগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা বামদের হরতালে বিএনপির সমর্থন