দুর্নীতির কালি দিয়ে উন্নয়নের ছবি আঁকা হচ্ছে: পার্থ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি নেই। রাজনীতি থমকে গেছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায়। উন্নয়নের ডামাডোল বাজলেও বোঝা যাচ্ছে না যে, দুর্নীতির জন্য উন্নয়ন হচ্ছে, নাকি উন্নয়নের জন্য দুর্নীতি হচ্ছে। অনেকে বলেন, দুর্নীতির কালি দিয়ে উন্নয়নের ছবি আঁকা হচ্ছে।

সম্প্রতি সাউথ এশিয়া মনিটরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে বলে দাবি করে সাক্ষাতকারে পার্থ বলেন, এই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফল ঘটেনি। নির্বাচনের অবস্থা এতোটাই খারাপ যে, সরকার অবৈধ এটি যেন বলা না যায় সেজন্য সংসদে স্পিকারের রুলিং চাওয়া হচ্ছে। স্পিকার রুলিং দিয়ে ঠিক করবে যে এ সরকার অবৈধ নয়; বাংলাদেশের স্বাধীনতার পরে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি তখনই ঘটে যখন জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক থাকে না।

 

পূর্ববর্তি সংবাদ১০ হাজার ৩০০ টাকায় বিক্রি হলো একটি ইলিশ
পরবর্তি সংবাদউপ-সচিবের বিরুদ্ধে কলেজছাত্রীকে ১ বছর ধরে ধর্ষণের অভিযোগ