দাওরায়ে হাদীসে মেধা তালিকার শীর্ষে যে ১০ জন

ইসলাম টাইমস ডেস্ক: কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মতিঝিলে সংস্থাটির কেন্দ্রীয় দফতরে আজ (বুধবার) সকাল ১১ টায় আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

এ বছর দাওরায়ে হাদীস (তাকমিল) ২৬,৭৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%।

প্রথম স্থান অর্জন করে সারাদেশ থেকে মেধা তালিকার শীর্ষ রয়েছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)-এর আহমদ সালেম নকি (প্রাপ্ত নাম্বার ৯৩৯)।

যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন- জামেয়া মাদানিয়া আঙ্গুরা মহাম্মদপুর মাদরাসার হাসান আল মাহমুদ নাহিয়ান (প্রাপ্ত নাম্বার ৯৩০), আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)-এর মাহমুদ সালমান জকি (প্রাপ্ত নাম্বার ৯৩০), আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়ার মুহাম্মদ আরফাত হোসাইন (প্রাপ্ত নাম্বার ৯৩০)।

তৃতীয় স্থান অর্জন করেছেন- জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা-এর সৈয়দ আবু সায়ীদ (প্রাপ্ত নাম্বার ৯২১)।

৪র্থ হয়েছেন- জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রাহ:) সিলেট-এর মো: ইয়াহইয়া (প্রাপ্ত নাম্বার ৯১৭)।

যৌথভাবে ৫ম হয়েছেন- জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ-এর মো: নুরুল আলম, (প্রাপ্ত নাম্বার ৯১৫) , জামিয়া সাহবানিয়া দারুল উলুম কলিয়াদি, দিঘলিয়ারটেক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মাদরাসার আব্দুল্লাহ সালেহ (প্রাপ্ত নাম্বার ৯১৫)।

যৌথভাবে ৬ষ্ঠ হয়েছেন- মো: আনাছ সরকার, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম , মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ (প্রাপ্ত নাম্বার ৯১৪), মুহাম্মদ সোহাইব, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম (প্রাপ্ত নাম্বার ৯১৪), মো: সোহেল কাদের, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম (প্রাপ্ত নাম্বার ৯১৪)।

যৌথভাবে ৭ম হয়েছেন, মো: ওসমান গনি, মাদরাসা উমার বিন খত্তাব (রা:), মুহাম্মাদ নগর, জলমা, লবণচরা, খুলনা (প্রাপ্ত নাম্বার ৯১২), মো: সৈয়দ মোল্লা, আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম কারবালা মাদরাসা, নিশিন্দারা, টি.টি.সি., বগুড়া (প্রাপ্ত নাম্বার ৯১২)।

৮ম হয়েছেন- মো: সালেহ আহমদ, জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রাহ:), সিলেট (প্রাপ্ত নাম্বার ৯১১)।

যৌথভাবে ৯ম হয়েছেন- মো: আল আমীন গাজী মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকা, ব্লক ডি/বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান-২, ভাটারা (প্রাপ্ত নাম্বার ৯০৯), শেখ মো: জিয়াউল হক, জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রাহ:), সিলেট (প্রাপ্ত নাম্বার ৯০৯)।

১০ম স্থান অর্জন করেছেন- মুহা: শাকির মাহমুদ, আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলম (জামিল মাদরাসা), চকফরিদ, পুলিশ লাইন, বগুড়া (প্রাপ্ত নাম্বার ৯০৮)।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে  দাওরায়ে হাদীস (তাকমীল) এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নফাঁসের কারণে পুনরায় ২৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়। আবারও প্রশ্নফাঁসের হলে বিশেষ পদ্ধতিতে ৩ মে পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

পূর্ববর্তি সংবাদদাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ হয়েছে
পরবর্তি সংবাদশেখ হাসিনার ট্রেন বহরে হামলায় ৯ জনের ফাঁসি