এবারের পরীক্ষায় কোন বোর্ডে কতজন পাস করেছে

ইসলাম টাইমস ডেস্ক: কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে ছয়টি বোর্ডের সমন্বয়ে দাওরায়ে হাদীস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ছয় বোর্ডের ফলাফল পৃথক পৃথকভাবে পেশ করা হলো।

# বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে মোট মাদরাসা সংখ্যা ১০৩০টি, তার মধ্যে পুরুষ মাদরাসা ৪৮৭টি মহিলা মাদরাসা ৫৪৩টি। সর্বমোট পরীক্ষার্থী ২১,৬০৪ জন, ছাত্র ১৪,২৯০ জন, ছাত্রী ৭,৩১৪ জন। তাদের মধ্যে মুমতায ৭৯৫ জন,  জায়্যিদ জিদ্দান  ৪০৪৯ জন,  জায়্যিদ ৬৫২৫ জন, মাকবূল  ৩৯৭০ জন।

# আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ১৯টি। পুরুষ ১৫টি মহিলা ৪টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ১,০০৯ জন। পুরুষ ৯১৬ জন। মহিলা ৯৩ জন। তাদের মধ্যে মুমতায ৭১ জন, জায়্যিদ জিদ্দান ২৭৭ জন, জায়্যিদ ২৯০ জন, মাকবূল ১৫৮ জন।

# আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৮৮টি। পুরুষ ৪৫টি মহিলা ৪৩টি। সর্বমোট পরীক্ষার্থী ১,৫৭৮ জন, ছাত্র ১,১৬০ জন, ছাত্রী ৪১৮ জন। তাদের মধ্যে মুমতায ৫৫ জন, জায়্যিদ জিদ্দান ৩০৭ জন, জায়্যিদ ৪৩৭ জন, মাকবূল ৩১০ জন।

# তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ২৪টি। পুরুষ মাদরাসাই ২৪টি। মহিলা মাদরাসা নাই। সর্বমোট পরীক্ষার্থী  ১,২১৫ জন। তাদের মধ্যে মুমতায ১১৬ জন, জায়্যিদ জিদ্দান ৪১৯ জন, জায়্যিদ ৩৬২ জন, মাকবূল ১৩৮ জন।

# বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ মাদরাসা সংখ্যা মোট ৩৯টি পুরুষ ২৪টি মহিলা ১৫টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৮৬ জন, ছাত্র ৫৭১ জন, ছাত্রী ২১৫ জন। তাদের মধ্যে মুমতায ৩ জন, জায়্যিদ জিদ্দান ৭৩ জন,  জায়্যিদ ২২৫ জন, মাকবূল ১৪২ জন।

# বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৪৪টি। পুরুষ ২০টি মহিলা ২৪টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ৫৮১ জন। পুরুষ ৩৯৯ জন, মহিলা ১৮২ জন। তাদের মধ্যে  মুমতায ১০ জন, জায়্যিদ জিদ্দান ৭৩ জন, জায়্যিদ ১৪৬ জন, মাকবূল ১২০ জন।

 

পূর্ববর্তি সংবাদবেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা
পরবর্তি সংবাদপ্রবল বন্যায় ভারতে ২৮ জনের মৃত্যু