লিবিয়ার হাফতারকে তুরস্কের হুঁশিয়ারি, অবিলম্বে তুর্কী ৬ নাগরিককে মুক্তি দিতে হবে

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্ক বলেছে, যদি হাফতারের সৈন্যরা তুর্কী ৬ নাগরিককে তৎক্ষণাৎ মুক্তি না দেয় তাহলে তারা তুরস্কের টার্গেটে পরিণত হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুর্কী ৬ নাগরিককে গ্রেফতার করা ‘ডাকাতি ও অপহরণে’র সমতুল্য।

এর আগে গত শুক্রবার হাফতারের বাহিনী বলেছে, তারা তুরস্কের লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। কারণ, তুরস্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়া সরকারকে সাহায্য করছে।

হাফতার বাহিনী আরও দাবি করেছে যে, তারা ত্রিপোলিতে একটি তুর্কী ড্রোনও ধ্বংস করেছে।

প্রসঙ্গত, লিবিয়ায় দীর্ঘদিনের  স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর থেকে অস্থিরতা বিরাজ করছে। জাতিসংঘ ও আন্তর্জাতিকভাবে  স্বীকৃত সরকারের বিরুদ্ধে অনেক দিন থেকেই  জেনারেল হাফতারের আক্রমণমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বলা হয়ে থাকে,জেনারেল হাফতার লিবিয়ায় মিসরের সিসির ভূমিকা পালন করছে।

 

পূর্ববর্তি সংবাদবেসামরিক শাসনের দাবিতে আবারও উত্তাল সুদানের রাজপথ
পরবর্তি সংবাদদুই যুবলীগ নেতা হত্যা: রানার জামিন স্থগিতই রাখল আপিল বিভাগ