২০ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান, নড়েচড়ে বসছে নয়াদিল্লি

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২০ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন । আর সেখানেই প্রথমবার তিনি মুখোমুখি বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে খুব শীঘ্রই মুখোমুখি বসতে চলেছেন ইমরান খান। এই বৈঠকের অবশ্যই আলোচনার মুখ্য বিষয় হবে সন্ত্রাসবাদ। কারণ ট্রাম্পের শাসনামলে এই সন্ত্রাসবাদ ইস্যুতেই পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

এদিকে, ট্রাম্প-ইমরান বৈঠকের দিকে চেয়ে রয়েছে নয়াদিল্লিও। ভারতের আশা, এই বৈঠকে আলোচনার পর দেশে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যেই অর্থসাহায্য বন্ধ করবে।

এর আগে চলতি জুন মাসে ইমরানের মার্কিন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বার্ষিক বাজেট থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সেই সফর পিছিয়ে দিতে হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদআমিরাতে ৬ অমুসলিম কারাবন্দীর ইসলাম গ্রহণ
পরবর্তি সংবাদএরশাদের শারীরিক অবস্থার অবনতি