আমিরাতে ৬ অমুসলিম কারাবন্দীর ইসলাম গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ৬ জন অমুসলিম কয়েদি ইসলামের সহনশীলতা ও উদারতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার দেশটির রাস আল খাইমাহ শহরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই ৬জন আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। খবর খালিজ টাইমসের।

 

কর্তৃপক্ষ জানায়, ওই ৬ অমুসলিম কয়েদিকে ধর্মান্তরিত হতে কোনোভাবে বাধ্য করা হয়নি। তারা কারাগারের অন্য বন্দীদের থেকে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার পর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।

জেল সুপার আবু লায়লা আরও বলেন, রাস আল খাইমা কারাগারে ইসলামের সহনশীল ও উদারতা বিষয়ে বন্দীদের মধ্যে কোনো প্রচারণা চালানো হয় না। ইসলাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেয়ার পরই তারা ধর্মান্তরিত হয়েছেন। তাদেরকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি।

ইসলাম গ্রহণের আনুষ্ঠাকিতা হিসেবে স্থানীয় দার আল বের সোসাইটি এবং জাকাত ফান্ডের কর্মকর্তারা নাইজেরিয়ান ওই ৬ নাগরিককে কালিমায়ে শাহাদাত পড়িয়েছেন।

পূর্ববর্তি সংবাদলুটপাটের জন্যই গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে: ফখরুল
পরবর্তি সংবাদ২০ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান, নড়েচড়ে বসছে নয়াদিল্লি