মিয়ানমারকে মদদ দিচ্ছে চীন- এটা বিশ্বাস করি না: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারকে মদদ দিচ্ছে চীন এ কথা বিশ্বাস করি না, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। শুক্রবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়টি অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে মদদ দিচ্ছে চীন- এটা আসলে বিশ্বাস করি না। চীনের একটি অবস্থান আছে। তারা আমাদের সাহায্য করছে এবং আমাদের সমর্থন দিয়েছে।

চীনকে কী বার্তা দেবে বাংলাদেশ জানতে চাইলে আবদুল মোমেন বলেন, আমরা বলব এরা (রোহিঙ্গারা) মিয়ানমারের লোক এবং এই বিরাট জনগোষ্ঠী এখানে যদি অনেক দিন থাকে, তবে একটি অনিশ্চয়তা তৈরি হবে এবং গোটা অঞ্চলের উন্নয়ন ব্যাহত হতে পারে।

পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দুই দেশের মধ্যে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

 

 

পূর্ববর্তি সংবাদভারতে ভারী বৃষ্টিপাতে দেয়াল ধসে নিহত ১৫
পরবর্তি সংবাদধর্ষক শিক্ষকের হাত থেকে রেহায় পায়নি শিক্ষার্থীদের মায়েরাও