‘মুসলমানরা ভারতে নিজেদের অধিকার বলেই বাস করে, বিজেপি বা কংগ্রেসের দয়ায় নয়’

ইসলাম টাইমস ডেস্ক: মুসলমানরা আল্লাহর উপর বিশ্বাস রেখে বেঁচে থাকে।বিজেপি, কংগ্রেস বা মোদী উপর বিশ্বাস করে নয়। নিজেদের অধিকার বলেই মুসলমানরা ভারতে বাস করে, কারো অনুগ্রহে নয় বলে জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুসলিম সাংসদ শফিকুর রহমান বার্ক।

নতুন একটি বিবৃতিতে উত্তর প্রদেশের এ সাংসদ বলেন, মুসলমানদের ভারতে সবকিছু করার অধিকার আছে। এটা তাদের জন্মস্থান। তারা এ দেশের নাগরীক। দেশ ও দেশের স্বার্ভবৌমত্বকে রক্ষা করার দায়িত্বও তাদের আছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তারাও দেখে। মুসলমানদেরকে নৈতিকতা তাদেরকে তাদের ধর্ম  শিক্ষা দিয়েছে।
কিন্তু বর্তমানে ভারতে মুসলমানদের উপর নৃশংসতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ মুসলিমদের রাস্তাঘাটে নামাজ পড়ার প্রতিবাদে রাস্তায় হনুমান পাঠ চলছে। মুসলমানদের বাধ্য করা হচ্ছে তাদের মুখ দিয়ে নিজ ধর্মবিশ্বাসের বিপরিত শব্দ উচ্চারণ করতে।

 

সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি পত্রিকা

পূর্ববর্তি সংবাদঘুষের বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলো পুলিশ
পরবর্তি সংবাদনির্মাণের এক সপ্তাহ যেতে না যেতেই ধসে পড়লো সেতু