বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ৬ দূতের পরিচয়পত্র পেশ

ইসলাম টাইমস ডেস্ক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত চারটি দেশের রাষ্ট্রদূত ও দুটি দেশের হাই কমিশনার পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। এদের সবাই অনাবাসী দূত।

 

অনাবাসী রাষ্ট্রদূতরা হলেন- রিপাবলিক অব বেলারুশের আন্দ্রে আই. রেঝেউস্কি, রিপাবলিক অব মালির সেকোউ কাসে, পর্তুগালের কার্লোস জোসে ডি পিনহো ই মেলো এবং আইল্যান্ডের গুদমুন্ডুর আর্নি আতেফানসোন। হাই কমিশনাররা হলেন-রিপাবলিক অব সাইপ্রাসের আগিস লোইজোউ এবং রিপাবলিক অব নামিবিয়ার গ্যাব্রিয়েল পি. সিনিম্বো।

রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র বিশেষত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বনাঞ্চলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সফর নিশ্চিতের জন্য অনাবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতি আহ্বান জানান।

 

পূর্ববর্তি সংবাদরিফাত হত্যা মামলায় গ্রেফতার ৩ জন
পরবর্তি সংবাদরিফাত হত্যাকাণ্ড: অভিযুক্ত সন্দেহে বরিশাল লঞ্চঘাট থেকে আরও ৪ যুবক আটক