টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত, পুলিশ বলছে, মানবপাচারকারী

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। তারা হলেন- কোরবান আলী (৩০), আবদুল কাদের ও আবদুর রহমান (৩০)।

সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহেশখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

অবশ্য পুলিশের দাবি, নিহত তিন যুবক মানবপাচার মামলার পলাতক আসামি। কোরবান আলী টেকনাফের সাবরাং নয়াপাড়ার আবদুশ শুক্কুরের ছেলে, আবদুল কাদের পৌরসভার কেকেপাড়ার আলী হোসেনের ছেলে ও একই এলাকার আবদুর রহমান সুলতান আহম্মদের ছেলে।

ঘটনাস্থল থেকে তিনটি দেশে তৈরী আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে ওই তিন যুবক উপজেলার মহেশখালিয়াপাড়া ঘাটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল কাদের, কোরবান আলী ও আবদুর রহমানের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ওই তিন মানবপাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়।

তদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সায়েফ কনস্টেবল মং ও মো. শুক্কুর আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন

পূর্ববর্তি সংবাদহজ্ব : মানব জীবনে সবরের পাঠশালা
পরবর্তি সংবাদবাজেট এখনও পাস হয়নি, অথচ বাজার চড়তে বাকি নেই!