ভারতে মুসলিম নিপীড়ন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রিপোর্ট ‘প্রত্যাখ্যান’ করল দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মুসলমানদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের করা রিপোর্ট প্রত্যাখ্যান করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়। খবর ভয়েস অব আমেরিকার।

 

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, প্রতিবেদনটি অসত্য। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনের মধ্যে কোনো সত্যতা নেই।

তিনি বলেন, এটি পুরোটাই ধারণার ওপর নির্ভর করে তৈরি। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশ তার ধর্মনিরপেক্ষতার জন্য গর্ববোধ করে। ক্ষমতাসীন বিজেপি সরকারও রিপোর্টটির বিরোধিতা করে তাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছে।

বিজেপি এমপি ও মিডিয়াপ্রধান অনিল বালুনি একটি বিবৃতিতে বলেন, ই-রিপোর্টের প্রধান বিষয় হিসেবে বলা হয়েছে,গত এক বছরে সংখ্যালঘুদের ওপর পরিকল্পনামাফিক অত্যাচার করা হয়েছে ।

এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। গত এক বছরে যেসব সংঘাতের ঘটনা ঘটেছে, সেগুলো সবই ব্যক্তিগত ও স্থানীয় সমস্যা। এর সঙ্গে কোনোভাবেই ধর্ম যুক্ত নয়।

 

পূর্ববর্তি সংবাদকারাগারে ডিভিশন পাবেন ওসি মোয়াজ্জেম
পরবর্তি সংবাদবাস-ট্রাক সংঘর্ষে ক্যামেরুনে ২৩ জনের মৃত্যু