হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজের যন্ত্রণা থেকে যেভাবে বাঁচবেন

ইসলাম টাইমস ডেস্ক: বর্তমান যুগে যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম হোয়াটসঅ্যাপ। লক্ষ লক্ষ মানুষ তাদের দৈনন্দিন জীবনে চেনা পরিচিতদের সঙ্গে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে বার্তা পাঠিয়ে থাকেন। কিন্তু একাধিক অযাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওই গ্রুপ থেকে আসা প্রচুর মেসেজ বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়ায়। এ বার খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

এ বার আপনি কতগুলি নির্দেশিকা মেনে চললে নিমেষেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মুক্তি। কী সেই নির্দেশিকা দেখে নেওয়া যাক:

  • ফোনের হোয়াটসঅ্যাপে যান।
  • সেখানে সেটিংস্‌ থেকে অ্যাকাউন্ট ট্যাবটিতে যান।
  • অ্যাকাউন্ট ট্যাবটিতে যাওয়ার পর সেখানে প্রাইভেসি বলে একটি অপশন থাকবে, সেটায় গিয়ে ক্লিক করুন।
  • এই প্রাইভেসির মধ্যেই আপনি পেয়ে যাবেন ‘গ্রুপ’।
  • গ্রুপের মধ্যে ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্ট’ এবং ‘নোবডি’ বলে তিনটি অপশন আপনি পাবেন।
  • ওই তিনটি অপশনের মধ্যে আপনি কী ভাবে নিজে গ্রুপে অ্যাড হতে চান সেই অপশনটি বেছে নিতে পারবেন।
  • যদি আপনি ‘নোবডি’ অপশনটি বেছে নেন, তা হলে গ্রুপের অ্যাডমিন আপনাকে গ্রুপে অ্যাড করার জন্য একটি ব্যক্তিগত আমন্ত্রণ পাঠাবে।
  • আপনি যদি অ্যাড না হতে চান, তা হলে আপনি সেই আমন্ত্রণটি প্রত্যাখ্যান করতে পারেন। সূত্র: আনন্দ বাজার পত্রিকা
পূর্ববর্তি সংবাদসিসির মাতাল অবস্থার ভিডিও বক্তব্য ভাইরাল!
পরবর্তি সংবাদআওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে: প্রধানমন্ত্রী