সোমবার থেকে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইসলাম টাইমস ডেস্ক: ইরানকে চাপে রাখতে সোমবার থেকে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসে সাংবাদিকদের ডেকে এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। খবর স্কাই নিউজের।

ট্রাম্প বলেছেন, ইরান তাদের আচরণ পরিবর্তন না করলে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। সোমবার থেকেই নতুন নিষেধাজ্ঞা কার্যকরের কথা জানান তিনি।

সম্প্রতি ওয়াশিংটন-তেহরান ধারাবাহিক উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে অস্থিরতা। কয়েক দিন আগেই মধ্যপ্রাচ্যে আরও এক হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরই মধ্যে বৃহস্পতিবার ইরানে ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামের একটি ড্রোন ভূপাতিত করার খবর পাওয়া গেছে, যার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েও তা প্রত্যাহার করে নেন।

ট্রাম্প জানান, যদি মার্কিন বাহিনী হামলা করতো, তাহলে ওই হামলায় ১৫০ ইরানি প্রাণ হারাতো। এ কারণে হামলা বন্ধ করার জন্য তিনি নির্দেশ দেন বলেও জানান।

সম্প্রতি ইরান ঘোষণা দেয়, পরমাণু পরীক্ষার ক্ষেত্রে তারা আন্তর্জাতিকভাবে সম্মত মাত্রার চেয়ে উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদভারতে নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুর্বৃত্তরা