দুইমাসের জন্য বন্ধ থাকবে ওমরাহর ভিসা

ইসলাম টাইমস ডেস্ক: গত সোমবার (১৭ জুন) থেকে দুইমাসের জন্য ওমরাহর ভিসার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন বাদি এ কথা জানান।

মোহাম্মদ বিন বাদি বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ১৬ আগস্ট থেকে। পাঁচ দিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে। এই ভিসার মেয়াদ এক মাসের বেশি হবে না। মক্কা ডেইলির বরাত দিয়ে গত মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।

সৌদি মন্ত্রণালয়ের সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, এ বছরে ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসা পেয়েছেন। এর মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসলিম সৌদি আরব পৌঁছেছেন। ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন উড়োজাহাজে, ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন সড়কপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন এসেছেন সমুদ্রপথে।

 

পূর্ববর্তি সংবাদবিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভারতে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক আক্রমণ বন্ধ করুন: আল্লামা কাসেমী