ধানের দাম নিয়ে অস্বস্তিতে কৃষিমন্ত্রণালয়, কারণ যা বললেন কৃষিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ধানের দাম নিয়ে আমরা অস্বস্তির মধ্যে আছি। এ জন্য চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি। শুধু সিদ্ধান্ত নিলে হবে না, আমাদের আন্তর্জাতিক বাজারে যেতে হবে। চাল রপ্তানিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০১৯-২০) স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী কৃষিসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণ হিসেবে বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ৮টি সাইলো (আধুনিক খাদ্যগুদাম) নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় ২০১০ সালের দিকে, যা ২০১৯ সালে শেষ হওয়ার কথা। অথচ, সেগুলোর মাত্র তিনটির কাজ শুরু হয়েছে, বাকি পাঁচটির কোনো খবর নেই। এগুলো বাস্তবায়ন হলে এবার ধান সংরক্ষণ করা যেত অনেক বেশি।’

পূর্ববর্তি সংবাদমুরসির হত্যা জাতিসংঘকে দেখতে হবে, হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : এরদোগান
পরবর্তি সংবাদদুর্নীতির অভিযোগ স্বীকার করলেন সাবেক ইন্টারপোল প্রধান মেং হংওয়েই