বিচারকদের কাছে মুরসির শেষ আর্জি: আমাকে গোপন কথাগুলো বলতে দিন

ইসলাম টাইমস ডেস্ক: মুরসি জীবনের শেষ মুহূর্তেও বিচারদের কাছে আবেদন করেছিলেন, তাকে যেন তার গোপন কথাগুলো একান্তে বলার সুযোগ দেওয়া হয়, যা  তিনি তার তার আইনজীবীদের কাছেও বলতে পারেননি। গতকাল ১৭ জুন এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মুরসি বলেন, আমার গোপান কথাগুলো বলার জন্যে আমাকে একান্তে বসার সুযোগ দিন। এই সুযোগ তিনি অনেক আগ থেকেই চেয়ে আসছিলেন। কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি।

একান্তে কথার বলার সুযোগ চাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি পড়ে যান। এবং তার কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী মুহাম্মাদ মুরসী গতকাল সোমবার (১৭ জুন) দেশটির আদালতে বক্তৃতারত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মিশরে স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হলে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুহাম্মাদ মুরসী।

ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ২০১৩ সালে, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইহুদিবাদী ইসরাইলের দোসর আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে মুহাম্মাদ মুরসীকে ক্ষমতাচ্যুত করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

পূর্ববর্তি সংবাদআহ, মুরসি! বুঝতে পারছি না, কোন শব্দে বেদনা প্রকাশ করবো আমি
পরবর্তি সংবাদঅবশেষে প্রত্যাহার করা হল পশ্চিমবঙ্গের চিকিৎসক ধর্মঘট