শনিবার বৈঠকে বসছেন হাইআর দায়িত্বশীলগণ, আলোচনা হবে গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২২ জুন (শনিবার) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সম্মিলিতি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

হাইআতু  উলয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকটি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।

বৈঠকে গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে আলোচনা হবে। ১. গত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফলের তারিখ নির্ধারণ, ২. মেশকাত ও অন্যান্য জামাতের পরীক্ষায় উত্তীর্ণদের ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পদ্ধতি সনাক্তকরণ, ৩. প্রশ্নফাঁস ইস্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, ৪. ১৪৪১ হিজরি অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা বিষয়ক করণীয় নির্ধারণ।

মাওলানা অসিউর রহমান জানান, শনিবারের বৈঠকের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে হাইআর সকল সদস্যদের চিঠি প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবালিশ-দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তা ছাত্রদলের সাবেক নেতা: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদসংসদে পাস হলো ১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট