শাওয়ালের শেষ সপ্তাহে প্রকাশিত হবে দাওরার পরীক্ষার ফলাফল

ইসলাম টাইমস প্রতিবেদন: শাওয়ালের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়ার তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। বোর্ডের দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা অসিউর রহমান জানান, তাখাসসুসাতে ভর্তি সহায়তার জন্য বোর্ডের সিদ্ধান্ত ছিল শাওয়ালের আগেই ফলাফল প্রকাশ করা। সে অনুযায়ী পরীক্ষা শুরুও করা হয়েছিল শাবানের শুরুতেই। কিন্তু অনাখাঙ্ক্ষিত প্রশ্নফাঁস ইস্যুতে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই এখন আমরা শাওয়ালের শেষ সপ্তাহের মধ্যেই নির্ভুল ফলাফল প্রকাশ করতে চেষ্টা করছি।

সম্ভাব্য কত তারীখ ফলাফল প্রকাশ হতে পারে জানতে চাইলে পরীক্ষা বিভাগের এক কর্মকর্তা ইসলাম টাইমসকে বলেন, খাতা নিরীক্ষণের কাজ চলছে। ফলাফল প্রকাশের চূড়ান্ত তারীখ এখনও নির্ধারণ করা হয়নি। পরবর্তী কোনো বৈঠকে বোর্ডের দায়িত্বশীলগণ তারীখ নির্ধারণ করবেন।

উল্লেখ্য, কওমি মাদরাসাভিত্তিক ৬ টি শিক্ষাবোর্ডের প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পূর্ববর্তি সংবাদআপিল বিভাগ জানতে চায়, ডিআইজি মিজান কি দুদকের চাইতেও ক্ষমতাশালী!
পরবর্তি সংবাদপরোয়ানা জারির ২০ দিন পর গ্রেফতার হলো ওসি মোয়াজ্জেম