মুর্তজা কুরেইরিসের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি সরকার

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে ১৩ বছর বয়সে আটক মুর্তজা কুরেইরিসকে দেয়া মৃত্যুদণ্ড বাতিল করেছে দেশটির সরকার। শনিবার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

২০২২ সালেই তাকে মুক্তি দেয়া হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতিতে দেয়া হয়নি।

সৌদি কর্মকর্তা জানান, মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে না মুর্তজাকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে আরব বসন্ত নামে পরিচিত আন্দোলনের সময় সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিল শিশু মুর্তজা কুরেইরিস। আর সরকার বিরোধিতার শাস্তি হিসেবে ওই শিশুর মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হয়েছে।

তার মৃত্যুদণ্ডকে ঘিরে সমালোচনার ঝড় উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  সর্বশেষ তাকে সাজা থেকে অব্যাহতি দিল সৌদি সরকার।

সূত্র: রয়টার্স

পূর্ববর্তি সংবাদওমান উপসাগরে তেলের ট্যাংকারে হামলা: কেমন হতে যাচ্ছে পরবর্তী পরিস্থিতি ?
পরবর্তি সংবাদ‘বাবা ২ টা টাকা দিবা?’