নরওয়েতে প্রকাশ্য সমাবেশে ঘটল কুরআনের অবমাননা!

ইসলাম টাইমস ডেস্ক: নরওয়েতে ইসলাম বিদ্বেষী একটি দল তাদের অনুষ্ঠানে মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করেছে এবং পবিত্র কুরআনের একটি কপি মাটিতে নিক্ষেপ করেছে। গতকাল শনিবার নরওয়ের রাজধানী অসলোতে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে ‘স্টপ ইসলামাইজেনে’র নেতা, আনা ব্রাটেন,  তার বক্তব্যে বলেন, নরওয়েতে ইসলামের কোনো জায়গা নেই। কুরআনের সকল কপি ধ্বংস করা হবে।

তারপর ব্রাটেন কুরআনের একটি কপি নেন অবমাননা করার জন্যে। কিন্তু পুলিশ হস্তক্ষেপ করলে সেটাকে তিনি মাটিতে নিক্ষেপ করেন এবং মুসলমানদেরকে গালাগালি করেন।

নরওয়ের  মুসলিমগণও এ ঘটনার প্রতিবাদে পাল্টা সমাবেশ করেন।

সূত্র: আনাদুলু এজেন্সী

পূর্ববর্তি সংবাদদুর্নীতির অভিযোগে আদালতে হাজির করা হল ওমর আল বাশিরকে
পরবর্তি সংবাদমাইজভাণ্ডার দরবার ‘জিয়ারত’ করলেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস